9 i ·Oversætte

মাঝে মাঝে

মাঝে মাঝে বৃক্ষের মুখোমুখি হওয়া ভাল,
মনটা প্রশান্ত হয়-
চারিদিকে এত অবিশ্বাস আর অনিশ্চয়তা!
সেখানে বৃক্ষেরা এক পায়ে নিশ্চিন্ত মনে
দাঁড়িয়ে থাকে অনির্বাণ আলোকবর্তিকা হয়ে;
আমি সেই আলো না ছুঁয়ে অন্ধকারে ঘুমিয়ে পড়ি।

মাঝে মাঝে তীব্র বেদনার মুখোমুখি হওয়া ভাল,
মনটা নির্ভার হয়-
চারিদিকে এত মিথ্যে সুখ আর স্বল্প উদ্দীপনা!
সেখানে বেদনারা চুপচাপ বুকে এসে বসে;
আর বোঝায় আপন মনে অনিমেষ নয়নে
মিথ কিংবা কুসংস্কার নিয়ে জীবন যাপন নয়
বাঁচতে হলে যাতনাকে সাথে নিয়েই বাঁচো।

মাঝে মাঝে অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হয়
প্রিয় সত্যেরা বড্ড বেশি অমানবিক।

স্বার্থপরতার চাদর খুলে
মাঝে মাঝে পৃথিবীর খুব কাছাকাছি যাওয়া ভাল
এতে মনের জটগুলো খুলে যায়।

মাঝে মাঝে তোমায় নিয়ে লেখা কবিতাগুলো
পুড়িয়ে ফেলতে ভাল লাগে।
হয়তো মনের অজান্তে লিখে ফেলেছি
অনেক অবুঝ ভালোবাসার অসত্য পংক্তিমালা
না বুঝে কিছু লেখা কতটা ন্যায়সংগত?

মাঝে মাঝে নিজের দোষগুলো গণনা করা
খুবই যৌক্তিক এবং প্রেরণাদায়ী।
নিজেকে অতিমাত্রায় স্বীকৃতি দিতে গিয়ে
হারিয়ে ফেলছি নাতো মহাজাগতিক সত্য!

মাঝে মাঝে পৃথিবীকে অভিশাপ দেওয়া ভাল
অতিমাত্রায় পৃথিবীর বন্দনা করে
জড়িয়ে পড়ছি নাতো কোন অসম যুদ্ধে!

একবার এই নিজের কাছে যেতে হয়
এমন কিছু বিশ্বাস করতে হয়
যা কখনোই হবার নয়!

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।