9 i ·Oversætte

কবিতা:দুঃখের চাঁদরে মোড়া ভালোবাসা

ভালোবাসা ছিল এক টুকরো সোনালি রোদ,
আজ তা ঢেকে গেছে মেঘে, নেই আর কোনো ছোঁব।
তোমার দেয়া “দুঃখের চাঁদর” মুড়িয়ে আছে হৃদয়,
হাসির খামে ভরা ছিল, এখন কাঁদে প্রতিদিনের সন্ধ্যায়।

তুমি ছিলে “জলের ফুল”—ছুঁলেই গলে যেতা,
আমি ছিলাম মাটির পুতুল, ভালোবেসে পথ হারাই ভেতরটা।
তোমার প্রতিটি কথা ছিল “চোখের মণি” মতন,
আজ তা “জলের মতো গড়িয়ে” যায় স্মৃতির রতন।

ভালোবাসা কি কেবল “মেঘ না চাইতেই বৃষ্টি”?
না কি “রক্ত জল করা চোখের”—অপ্রকাশিত দৃষ্টি?
আমরা যে ভালোবেসেছিলাম “আকাশের রং ছুঁয়ে”,
শেষে দেখি, তুমি ছিলে “শূন্যে ফেলা জাল”—ফিরলে শুধু খুঁয়ে।

দুঃখের ছায়ায় এখন “পথ চলি একা একা”,
তুমি যে ভালোবেসে গেলে “পাতা ঝরার টিকা”।
“সাপের ছুঁচো গেলা” মন, না পারে ছাড়তে তোকে,
না পারে রাখতেও বুকের ভিতর—দুঃখে দুঃখ জোকে।

তুমি যে এখন “অচিন পাখি”, ডাকে না আর বারে বারে,
তবু আমি বসে থাকি, “পাহাড়ের মতো স্থির”—ভাঙার আশঙ্কায় আঁধারে।
ভালোবাসা ছিল, আছে, থাকবে…
তবে আজ তা শুধু “চোখের কাটা”, বুকে জমে থাকা ছাইয়ের ভাগে।

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

8 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।