9 ш ·перевести

💕 ৩য় গল্প: মেঘলা বিকেলের প্রতীক্ষা


𝓐𝓷𝓲𝓴 আর 𝓟𝓾𝓻𝓷𝓲𝓶𝓪। দুইজনের প্রথম দেখা হয়েছিল কলেজ লাইব্রেরিতে। বইয়ের পাতার ফাঁক দিয়ে চোখের চোরাসন্ধি একসময় গড়ে তুলেছিল বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রূপ নিয়েছিল এক অদ্ভুত আবেগে।

𝓐𝓷𝓲𝓴 প্রতিদিন অপেক্ষা করত লাইব্রেরির কোণে। 𝓟𝓾𝓻𝓷𝓲𝓶𝓪 আসত ধীরে ধীরে, হাতে থাকত ছোট্ট একটি নীল ডায়েরি। সেই ডায়েরিতে সে তার মনের কথা লিখত—সবটাই 𝓐𝓷𝓲𝓴কে না বলেই।

একদিন 𝓟𝓾𝓻𝓷𝓲𝓶𝓪 আর আসেনি। পরের দিন, আর তার পরের দিনও না। এক সপ্তাহ পর লাইব্রেরির সেই চেয়ারে পড়ে ছিল সেই নীল ডায়েরিটা।

𝓐𝓷𝓲𝓴 ডায়েরি খুলে পড়ে, প্রতিটি পাতায় লেখা—

“𝓣𝓸𝓶𝓪𝓻 𝓹𝓪𝓼𝓱𝓮 𝓬𝓱𝓾𝓹𝓲 𝓬𝓱𝓾𝓹𝓲 𝓫𝓸𝓼𝓮 𝓽𝓱𝓪𝓴𝓽𝓮 𝓬𝓱𝓪𝓲, 𝓴𝓲𝓷𝓽𝓾 𝓫𝓸𝓵𝓽𝓮 𝓹𝓪𝓻𝓲 𝓷𝓪 ‘𝓐𝓶𝓲 𝓽𝓸𝓶𝓪𝓴𝓮 𝓫𝓱𝓪𝓵𝓸𝓫𝓪𝓼𝓲।’”

      ✨ সমাপ্ত ✨

🖋️🪔 লেখক: কবি কাফি 📓

7 часы ·перевести

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 часы ·перевести

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 часы ·перевести

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 часы ·перевести

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

7 часы ·перевести

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।