🌹 ৭ম গল্প: যে নামটা মুখে আনি না
𝓐𝓳𝓲𝔂𝓪 এখন বড় শহরে চাকরি করে, নিজের জীবন গুছিয়ে নিয়েছে। তবে প্রতি শুক্রবার বিকেলে সে যে চায়ের দোকানটার সামনে দিয়ে হেঁটে যায়, সেটার পেছনে একটা কারণ আছে।
সেই দোকানেই প্রথম দেখা হয়েছিল রাফির সাথে। সেদিনের চা, হালকা বৃষ্টি, আর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেছিল—
"তুই কি আমার মতোই চুপচাপ ভালোবাসতে পারিস?"
আজিজা উত্তর দেয়নি। শুধু হেসেছিল।
আর সেই হাসির জবাবে রাফি চুপ হয়ে গিয়েছিল—চিরকালের জন্য।
𝓐𝓳𝓲𝔂𝓪 আজও সেই দোকানের পাশে দাঁড়িয়ে চা খায়, চুপচাপ।
✨ সমাপ্ত ✨
🖋️🪔 লেখক: কবি কাফি 📖