🌸 গল্প ২: "তুই থাকিস, তবুও থাকিস না"
তুই প্রতিদিন কথা বলিস, হাসিস, আমার পাশে থাকিস।
তবুও আমার মনের পাশে তোকে পাই না।
তুই আমাকে বন্ধু ভাবিস, আমি তোকে সবকিছু ভেবেছি।
তোর প্রতিটা কথা শুনে আমার বুক কাঁপে, আর তুই অনায়াসে হাসিস।
আমি তোকে জানাতে চাইলেই থেমে যাই…
ভয়ে, যদি তোকে হারিয়ে ফেলি।
আজও তুই আমার বন্ধুই…
আমি এখনো ভালোবাসা লুকিয়ে রেখে হাসি।
✨ সমাপ্ত ✨
🖋️🪔 লেখক: কবি কাফি 📖