🌸 গল্প ৩: "একচোখে স্বপ্ন ছিল, অন্যচোখে জল"
ভালোবাসা তোকে দিয়েছিলাম নিঃশব্দে,
তুই বুঝিসনি।
তুই অন্য কারো হাত ধরেছিস,
আর আমি নিজের হাত দুটো মুঠো করে চেপে ধরেছিলাম…
যেন চোখের জল বেরিয়ে না পড়ে।
আমি শুধু চেয়েছিলাম, একটিবার শুধু বলিস—
"তুইও আমাকে ভালোবাসিস।"
সেই বাক্যটা আসেনি কখনো।
✨ সমাপ্ত ✨
🖋️🪔 লেখক: কবি কাফি 📖