#ভালোবাসা ❤️
*"আসসালামু ওয়ালাইকুম"*
মানুষ অবেলায় নিজের প্রিয়জনকে হারিয়ে ফেলে।
প্রিয়জন নিজের জীবন থেকে কখন যে হারিয়ে যাবে বুঝায় যায় না।
কিন্তু হারিয়ে গিয়ে এক ভাঙ্গা বুকে কষ্ট রেখে যায়।
যা সারা জীবন বয়ে বেড়াতে হয়।
ভালোবাসা বরই না বেদনা দেয়।
কিন্তু যেটুকু সময় থাকে পৃথিবীর সব শান্তি জানো নিজের কাছেই থাকে।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری