সন্তানকে কখন নামাজ শেখাতে
শিশুকে নামাজের নির্দেশ ডানের আগে তাকে তার শেখাতে হবে। সে এলে না ওরা তার নির্দেশ? তাইতো ইবনে আবেদ দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণনা করেন যে চীনের শিশুদের নামাজ শেখাতেন যখন তারা ডান ভাবে পার্থক্য করতে পারতো বিন আবি সাবেক থেকে বলিত তিনি বলেন সাহাবীদের শিশুরা যখন ২০ পর্যন্ত বলতে শিখতে তখনই তারা তাকে নামাজ শিক্ষা দেখুন।
শিশু পঞ্চম বছরে অশ্লীল কাকে ওযুর ফর নামাজের ফরজ, নামাজের রোকন শেখাতে হবে। সুরা ফাতেহা মুখস্ত করাতে হবে। রুকু ও সিজদা শেখাতে হবে। শিশু হল আদর্শ অনুকরণকারী। সে যখন তার পিতামাতাকে নামাজ আদায় করতে দেখবে, সেও তাদের অনুসরণ করতে শুরু করবেন। এজন্য পিতা মাতার উচিত নিজেদের শুদ্ধ করা এবং সুন্নত তরিকায় নামাজ আদায় করা। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কঠিন ৈ
কম পড়ুন
Rasel Babu
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?