9 w ·Translate

রাত হলেই আমাদেরকে কত দুশ্চিন্তা পেয়ে বসে। অতীত নিয়ে ভেবে আফসোস হয়। ভবিষ্যৎ ভেবে চিন্তিত হতে হয়। ঘুম আসে না। ছটফট করতে করতে জেগে থাকি। এই সময় শোয়া থেকে জেগে উঠাকে আরবিতে একটা সুন্দর শব্দে প্রকাশ করা হয়। শব্দটা হলো تعار। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে জেগে উঠে একটা আমল করতে বলেছেন। উবাদা ইবনে সামিত রাদ্বিয়াল্লাহ আনহু এই হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি বলেন:

من تَعارَّ من الليل فقال: لا إلهَ إلا اللهُ وحدهُ لا شريكَ له، له الملكُ وله الحمدُ وهو على كلِّ شيءٍ قدير، الحمدُ للهِ، وسبحانَ اللهِ، ولا إلهَ إلا اللهُ، واللهُ أكبر، ولا حولَ ولا قوةَ إلا بالله، ثم قال: اللهم اغفر لي، أو دعا، استُجيبَ له، فإنْ توضأ وصلى، قُبِلتْ صلاتُهُ

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে বলবে:

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ও হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আলহামদু লিল্লাহি, সুবহানাল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

তারপর বলবে: ‘আল্লাহুম্মাগফিরলী’ অথবা কোনো দুয়া করবে, তার দুয়া কবুল করা হবে। আর যদি সে ওযু করে নামাজ পড়ে তাহলে তার নামাজও কবুল করা হবে। [সহিহ বুখারী: ১১৫৪]

কি চমৎকার একটা আমল তাইনা!

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

3 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

3 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

3 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

3 hrs ·Translate

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।