মায়াবী মন
আজিজুর রহমান
এ ধরনী পরে,
জীবনের কত মহা আয়োজন!
প্রাণে প্রাণে লুকিয়ে থাকে,
সুখ-দুঃখের সাতকাহন ।
প্রেম ভালোবাসার জোয়ারে
মায়াবী মনের প্রবল উচ্ছ্বাস,
রেখে দেয় ঝরে যাওয়া
জীবন পাতায় অনন্ত বিলাস ।
মেঘের বৃষ্টি যেন মায়াবী চোখের জল
মাটির বুকে প্রেম সিক্ত হয়ে,
ভরে দেয় সোনালী ফসল ।
ওই সুদুরে বেতস বনে
পাতা ঝরার শব্দ শুনি ।
আবার সবুজে সবুজে
ভরে দেয় অবনী ।
মায়াবী মন,
কী এক মহা অনুরণন !
কাছে থেকেও দূরে ভাবি,
যার হাতে মনের চাবি ।