সে কবিতা কোথায়?
আজিজুর রহমান
কামালজুরি ইউসুফ আলী হাই স্কুল
সে কবিতা কোথায়?
যার মুখ চেয়ে শব্দ খুঁজেছিলাম!
সে এখন কবিতা পড়েনা-
পড়ে জীবন পাঠ
দরদামে-
প্রণয় খুঁজে ভুল চোখে।
সে উড়েছিলো
কবিতা তাকে উড়তে শিখিয়েছিলো
সুন্দরের ফ্রেমে বাঁধা আকাশে
একটুক্ষণ আগেও
কবিতা তাকে ডেকেছিলো?
ও উড়ছিলো কবিতার শব্দে;-
এখন...
সে মনে বধির।
একটুক্ষণ আগে…
কবিতা তাকে দিয়েছে বিদায়।
ও উড়ছিলো কবিতার শব্দে;-
এখন...
সে মনে বধির।
একটুক্ষণ আগে…
কবিতা তাকে দিয়েছে বিদায়