আমি সমুদ্রের মাঝখানে আছি জাহাজে করে বেরাইতে এসেছি । হটাৎ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল সব কিছু । আমি জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসেছি । এখন আমি কি করি এই দ্বীপে কি ভাবেই বা বাড়ি যাই। সেটা বোঝতে পারছি না। আমি আল্লাহর কাছে সুকরিয়া জানাই যে আমি বেচে আছি। আমি কি ভাবে বাড়ি যাবো সেটাই প্রতিদিন ভাবতেছি সেই দ্বীপের তীরে বসে। আমি ভাবছি যদি একটা জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই আমাকে হতাশ হয়ে ফিরে আসতে হয় । এরই মধ্যে আমি সমুদ্রতীরে আমার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেলেছি । সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে আছি । এই আসায় যে আমি কোন না কোন দিন বাড়ি যেতে পারবো।