একবার একটা খেঁকশেয়াল একটা ফাঁদের মধ্যে ধরা পড়েছিল । সে কোনো রকমে ফাঁদ থেকে বের হয়ে আসতে পেরেছিল। কিন্তু তার লেজটা ফাঁদে কাটা গিয়েছিল।
পাছে অন্য শেয়ালেরা তাকে ‘লেজকাটা' বলে ঠাট্টা করে- এই লজ্জায় সে কয়েকদিন তার গর্তের মধ্যে লুকিয়ে থাকল ।
অবশেষে লেজকাটা শেয়ালটা অন্য শেয়ালদের ডেকে একটা সভা করল । সেই সভায় সে বলল, “বন্ধুগণ, আমাদের দেহের উপর রয়েছে একটা ল্যাজের বোঝা।
ল্যাজ না থাকলে আমরা বেশ আরামে চলাফেরা করতে পারি। এই দেখুন, আমি আমার লেজটা কেটে বাদ দিয়ে কত আরামে আছি। তাই বলি, আপনারাও আপনাদের লেজগুলো কেটে ফেলুন।”
একটা ধেড়ে শেয়াল বলল, “আপনার পরামর্শ মানতে আমরা রাজি নই। আপনার লেজটা যদি কাটা না যেত তা হলে আপনি এই পরামর্শ দিতেন না । আমরা আমাদের লেজ নিয়ে সুখে আছি।”
নীতিকথা : নিজের দুর্দশা ঢাকতে অপরকে দুর্দশায় ফেলা ।