সবশেষে ___
নিজেকে ধরে রেখো,
যতটুকু ধরে রাখলে খুঁজে পাবে
নিজের অস্তিত্বকে।
থাকুকনা কিছুটা নিজস্বতা!
ততটুকুই...
যতটুকু হলে তিব্রভাবে ঠকে গিয়েও
নিজেকে ভালোবাসা যায়।
ছন্নছাড়া হলেও___
আবার,চেনা পথে ফিরে আসা যায়।
বিকৃত মস্তিষ্কের অবসান ঘটিয়ে
পৃথিবীপৃষ্ঠে টিকে থাকা যায়।
ঠিক ততটুকুই___
যতটুকু হলে নিজের ব্যক্তিত্বকে
আষ্টেপৃষ্ঠে ধরে রাখা যায়!
সবশেষে ___
নিজেকে ধরে রেখো,
যতটুকু ধরে রাখলে খুঁজে পাবে
নিজের অস্তিত্বকে।
থাকুকনা কিছুটা নিজস্বতা!
ততটুকুই...
যতটুকু হলে তিব্রভাবে ঠকে গিয়েও
নিজেকে ভালোবাসা যায়।
ছন্নছাড়া হলেও___
আবার,চেনা পথে ফিরে আসা যায়।
বিকৃত মস্তিষ্কের অবসান ঘটিয়ে
পৃথিবীপৃষ্ঠে টিকে থাকা যায়।
Shakil Hossain
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?