পুরনো ক্যালেন্ডার.....
পুরনো ক্যালেন্ডারের মতো ঝুলে আছি দেয়ালের কোণে,
কারো দরকার নেই এখন আমার, নেই ডাক নামের কোনে।
তারিখগুলো কেবল বদলেছে, আমি থেকেছি একই রকম,
ভুলে গেছে সবাই, কবে ছিলাম জীবনের কতটা জরুরিতম।
প্রতিদিন নতুন পৃষ্ঠা, নতুন মানুষ, নতুন ব্যস্ততা,
আর আমি? হয়ে গেছি অতীতের মতো এক ভাঙা নীরবতা।
কেউ আর ছুঁয়ে দেখে না, কতটা ধুলো জমেছে মনে,
কতটা ক্ষয় হয়েছে ভেতরে, কতটা নিঃসঙ্গ প্রহরে।
আছি কেবল সময়ের বোঝা হয়ে—অহেতুক, নীরব, চাপা,
পুরনো ক্যালেন্ডার যেভাবে থাকে—উপেক্ষিত, তেমনি এক চাপা।
Shakil Hossain
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟