রাজনীতি আসলেই এক নোংরা পেশা। এখানে কেউ সম্মান নিয়ে এসে, সম্মান নিয়ে যেতে পারে নায়। এ ধরনের কাঠের পুতুলের উপর জুলুম করবেন না। এই কাঠের পুতুলদের এমন কোন ক্ষমতা নেই যে একটি ক্ষমতাশীল রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলার? বিষয় টি সবাই বুঝতে পারছেন। এনারা এমনেতেই নির্বাচন কমিশনে বসে থাকে। এনাদের কোন অপরাধ থাকে আইনের হাতে তুলে দিন। দয়া করে বাপের বয়াসী এই লোকের গায়ে কেউ আর হাত দিবেন না। আর যারা দিয়েছেন তারা কোন সম্মানি বা কোন ভালো বাবা মায়ের সন্তান না। তোমরা তো মনে হয় বাবা মাকে সম্মান দেওনা ভাত দেওনা।তোমাদের নিজ বাবা মা কোন ভুল করলে ও তোমরা এমন কাজ করতে দিধাবোধ করবা না। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক।
জয় বাংলা

Shakil Hossain
Delete Comment
Are you sure that you want to delete this comment ?