মায়ের মত মা আসমা বিনতে আবু বকর (রা)। এক মহান মহিলা সাহাবী। পিতাও ছিলেন প্রথম খলিফা এবং খুব মর্যাদাবান এক সাহাবী হযরত আবু বকর (রা)। আসমা ছিলেন চরিত্রের দিক থেকে যেমন সুদৃঢ়, তেমনি সাহসিনী। প্রথম যুগেই যারা ইসলাম কবুল করেছিলেন, হযরত আসমা ছিলেন তাদের মধ্যে অন্যতম। সেই সময় মাত্র সতের জন নারী-পুরুষ ইসলাম গ্রহণের এই সোনালি সুযোগ কাজে লাগাতে পেরেছিলেন। এই দিক থেকেও তিনি দারুণ সৌভাগ্যবতী। | #education
Curtir
Comentario
Compartilhar