গল্প: চিঠির শেষ লাইন ✉️
রাহুল পুরনো বইয়ের ভিতরে একটা চিঠি খুঁজে পেলো। কাগজটা হলুদ, অক্ষরগুলো মলিন। তবুও শেষ লাইনে লেখা — “যদি কখনো ফিরে আসো, আমি অপেক্ষা করবো।”
চোখে জল এসে গেলো। বছর দশেক আগে রেখে যাওয়া সেই মেয়েটা... আজও কি অপেক্ষা করে? রাহুল বুকের ভেতর কাঁপন নিয়ে রওনা হলো — হয়তো এবার আর দেরি হবে না।✌️✌️