ভালোবাসা -এটা কেবল একটি শব্দ নয়,এক বিশাল অনুভবের নাম। এর শুরুটা হয় নিঃসন্দেহে সবচেয়ে সুন্দরতম এক অধ্যায়ে। প্রথম পরিচয়, প্রথম কথা, প্রথম অপেক্ষা - সবকিছু যেন হৃদয়ের একেকটা তারে সর তোলে। তখন রাত জেগে থাকাটা ক্লান্তিকর নয়,বরং করো একটা "আসছো?" টাইপ মেসেজে চোখে ঘুম না থাকা সত্ত্বেও মুখে এক চিলতে হাসি ঝুলে থাকে। তখন ভালোবাসা কেবল অনুভব নয়,বেঁচে থাকার প্রেরণা হয়ে ওঠে। প্রতিদিন প্রতিক্ষণ,তার ভাবনা ঘিরে রাখে সমস্ত মন। একটা নাম, একটা ছবি, একটা হাসি -সব কিছুতেই যেন নিজেকে হারিয়ে ফেলার মতো এক আনন্দ আছে। ভালোবাসা তখন নতুন সূর্য হয়ে উঠে, যেটা জীবনকে আরও রঙিন করে তোলে😅😅