শকুনের নজর খুব ভয়ংকর। মুসলমান -মুসলমান সংঘাত সৃষ্টির নাটের গুরু😡😡। এরা এতোটা ই শক্তিশালি দেশ চাইলে যে কোন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে। ঠিক সেভাবে কাতারে আমেরিকান নৌকাটি ঘাঁটি স্থাপন করে ইরানে হামলা চালায়। ইরান তার পালটা জবাব আমেরিকা নয় কাতারের দিকে ছুটছে। এর ফলে কি দারালো? মুসলমান দিয়ে মুসলিম দেশের উপর হামলা। ঠিক সেভাবেই মার্কিন নৌকা ঘাঁটি করতে চায় বাংলাদেশে যাতে তারা মায়েনমার উপর হামলা করবে। আর মায়েনমার তার পালটা জবাবের লক্ষ বস্তু হবে বাংলাদেশ। আর এই বাংলাদেশে নৌকা ঘাটি করতে না দেওয়ার কারণে শেখ হাসিনাকে পরিকল্পিত ভাবে ক্ষমতাহীন করে এই আমেরিকা।
