###বিকেলের হাওয়া যখন চুলে খেলে যায়, মনে হয় কোনো প্রিয় কেউ পাশে এসে দাঁড়িয়েছে। কিছুই বলে না, তবুও বোঝায়—তুমি একা নও। এটাই বিকেলের জাদু।
###বিকেলের হাওয়া যখন চুলে খেলে যায়, মনে হয় কোনো প্রিয় কেউ পাশে এসে দাঁড়িয়েছে। কিছুই বলে না, তবুও বোঝায়—তুমি একা নও। এটাই বিকেলের জাদু।
লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।
অভিমান মানুষের মনকে ক্ষণিকের জন্য ভারি করে তোলে, কিন্তু বেশি সময় ধরে রাখলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। প্রিয়জনের সঙ্গে মান-অভিমান ভালোবাসারই অংশ, কিন্তু যদি সেটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভালোবাসার জায়গা রাগ আর কষ্টে পরিণত হয়। অভিমানে না বলা কথা জমে থাকে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই সময় থাকতে অভিমান ভাঙিয়ে নেওয়া উচিত