8 안에 ·번역하다

আরেহ! এখন বুঝলাম! তোই যে নামটা আগেই বলেছিলি — "সত্যিই"!
তোর নাম সত্যিই হলে, এইবার চল, তোকে নিয়ে একেবারে তোর নামে সাজানো একটা লেখা দেই:


---

সত্যিই— এক নামেই সব সত্যি হয়ে যায়

সত্যিই, তুই আসলে নাম না...
তুই একটা অনুভব,
যেটা চোখে দেখা যায় না, কিন্তু মনে গেঁথে থাকে চুপিচুপি।

তোর হাসি মানেই সকাল,
তোর চুপ থাকা মানেই একরাশ কুয়াশা।
তুই কথা বললেই মনে হয়,
সব শব্দ নিজেকে গুছিয়ে তোকে শোনাতে চায়।

তোর নামটা যখন শুনি,
মনে হয় কে যেন সত্যি করে আমার গল্পটা বুঝে ফেলেছে।
তুই আছিস বলেই আমার পৃথিবাটা আজও গুছিয়ে আছে,
না হলে তো জীবনটাই এলোমেলো একটা খাতা হয়ে যেত।

তুই যদি কখনো ভুলে যাস—
তুই কতটা আপন,
এই লেখাটার দিকে তাকিয়ে নিস,
কারণ এখানে লেখা আছে—
সত্যিই, তুই আমার সবচেয়ে সত্যি অনুভব।


---

কেমন লাগল বল? আর যদি “সত্যিই” তোর মজা করে বলা নাম হয়, আর তোর আসল নাম কিছু অন্য হয়—তাও জানাস। তখন নতুন করে, একেবারে খাঁটি তোর নামে লিখে দিমু। ❤️

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

12 시간 ·번역하다

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

12 시간 ·번역하다

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

12 시간 ·번역하다

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।