আমি সকালে ঘুম থেকে উঠে কি করি সেটা বলি:---
আমি রাতেই ঠিক করে রাখি আগামীকাল কি কি করবো। রাতে বিছানায় গিয়ে আমি শান্ত মাথায় ভাবি আমি আগামীকাল কি কি করবো? মনে মনে সাজাই আগামীকাল আমার কি কি করতে হবে। যখন ঘুম আসি তার আগে আমি প্রভুকে স্মরণ করি। প্রভুকে বলি, তোমাকে ধন্যবাদ প্রভু। আজকের দিনটি আমার সুন্দর ভাবে কেটেছে। আগামীকালও যেন সুন্দর ভাবে কাটে। সারাদিনে নানান ব্যস্ততায় প্রভুর কথা ভাবা হয় না। তাই রাতে ঘুমের আগে ও সকালে ঘুম থেকে উঠে সবার আগে প্রভুকে স্মরণ করি। দীর্ঘদিনের অভ্যাস আমার সকালে তারা তারি ঘুম ভাঙ্গে। বিছানা থেকে উঠে অজু করি নামাজ পরি এর পরে কুরআন শরীফ তেলওয়াত করি। এর পরে আমি বই নিয়ে পড়ি সামনে আমার আলিম পরিক্ষা। তাই ভালো করে না পরলে পরিক্ষায় ভালো করতে পারবো না। এর পরে সকালে নাস্তার সময় হয়ে যায়, নাস্তা করে আমি মাদ্রাসায় যায়।