ভালোবাসা মানেই সবসময় একসঙ্গে থাকা নয়। কখনো কখনো ভালোবেসেই দূরে থাকতে হয়। আমি তো চেয়েছিলাম, সারাটা জীবন তার পাশে থাকতে। কিন্তু বাস্তবতা আমায় শিখিয়েছে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাকেই হারিয়ে ফেলি সহজে। আজ সে নেই, কিন্তু তার স্মৃতিগুলো আমাকে ছেড়ে যায় না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে তার ছায়া দেখি আর মনে হয়, সে না থেকেও কতটা আমার মধ্যে থেকে গেছে।