ভালোবাসা মানেই সব সময় একসাথে থাকা না। অনেক সময় ভালোবাসতে হয় দূর থেকে, চুপচাপ, কিছু না বলে। আমি আজও ভালোবাসি, ঠিক আগের মতো, কিন্তু তুমিই তো হারিয়ে গেলে অন্য কারো জগতে। আমি এখনও সেই পুরনো বার্তাগুলো পড়ি, সেই পুরনো ছবিগুলো দেখি আর ভাবি, কী করে এত সহজে ভোলা যায়? হয়তো আমার মত কেউ ভালোবাসে না, তাই ভুলতেও পারি না। শুধু অপেক্ষা করি… যদি কোনোদিন আবার তুমি ফিরে আস