একজন ছিল 🥀, যে প্রতিদিন আমার খোঁজ নিত, কথায় কথায় “ভালোবাসি” বলত, আর আমি ভেবেছিলাম, এই মানুষটাই চিরকাল থাকবে পাশে... 😔 কিন্তু এখন সেই মানুষটিই নেই, শুধু স্মৃতিগুলো রয়ে গেছে। বারবার মনে হয়, হয়তো কোনো ভুল ছিল আমার। কিংবা, ভালোবাসা শুধু আমি একাই অনুভব করতাম। কেউ চলে গেলে তার স্মৃতিগুলো মুছে ফেলা যায় না, আর আমিও পারি না, আজও বসে থাকি — তোমার ফেরার আশায়... 💔