সবাই বলে ভালোবাসা মানে একে অপরকে বোঝা, পাশে থাকা, ভুলেও ক্ষমা করা। কিন্তু তুমি তো কিছুই করলে না... 😶 তুমি কেবল নিজের মতো করে ভালোবেসে, নিজের মতো করে আমায় ছেড়ে গেলে। 😢 এখন দিন যায়, রাত আসে, আমি শুধু ভাবি তুমি থাকলে হয়তো এই সময়টা এত খারাপ লাগতো না।" 🌑এখন আমি, আমার চুপ থাকা, আর সেই পুরনো গানগুলো — একসাথে থাকি। মানুষ যায়, কিন্তু অনুভূতি কি কখনো যায়?