26 안에 ·번역하다

==============================
সৈয়দপুরের মোড়ে মোড়ে এখন হাড়িভাঙ্গা আম। পাইকার বাজারে থেকে শুরু করে খুচরা সবখানে আম আর আম। শুধু হাড়িভাঙ্গা নয় আছে আরও অনেক ধরনের দেশি ফল আর আম। বর্তমানে দেশি ফলে ভরে গেছে গোটা সৈয়দপুর। যারমধ্যে সবচেয়ে বেশি বাজার দখল করে রেখেছে হাড়িভাঙ্গা আম। শহরের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে এই দেশি ফল। এভাবে হাড়িভাঙ্গা আমসহ দেশি ফলে সয়লাব এখন গোটা সৈয়দপুর
(প্রকার আর ধরণ হিসাবে আমগুলো সর্বনিম্ন ২০ টাকা কেজি থেকে শুরু করে ৬০/৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে?