পর্ব ৩: রহস্যময় চিঠি
চিঠির পরের লাইনগুলো আরও অদ্ভুত। "সেই রাতে যদি তুমি জানতে আমি কোথায় যাচ্ছি…"—এই বাক্যে থেমে গিয়েছে রায়হান। তারপর আর কিছু লেখা নেই। নীলা ভাবল, এটা কি কোনো সংকেত? নাকি ইচ্ছাকৃত ফাঁকা রেখেছে সে? নীলা ঠিক করল, সত্যটা বের করতেই হবে, এই চিঠির উৎস খুঁজে বের করতেই হবে।