পর্ব ৬: পুরোনো ডায়েরি
নীলা রায়হানের দেওয়া একটা পুরোনো ডায়েরি বের করল। সেখানে লেখা ছিল—"বাবা আমাকে বিশ্বাস করতেন, কিন্তু তার চারপাশে ছিল বিশ্বাসঘাতকতা।"
একটা পাতায় ছিল একটি নাম—"সালেহ চাচা"।
নীলা ভাবল, হয়তো এই লোকটার কাছেই লুকিয়ে আছে সব উত্তর।
সে সিদ্ধান্ত নিল সালেহ চাচার সঙ্গে দেখা করবে।