###নিজের ভুল স্বীকার করতে শিখো। মানুষ মাত্রই ভুল করে। কিন্তু ভুল স্বীকার না করলে মানুষ হওয়া যায় না। সত্যি মেনে নেওয়াই সাহসের কাজ।
###নিজের ভুল স্বীকার করতে শিখো। মানুষ মাত্রই ভুল করে। কিন্তু ভুল স্বীকার না করলে মানুষ হওয়া যায় না। সত্যি মেনে নেওয়াই সাহসের কাজ।
লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।