ফল মেলার ফল লুটপাটে আমি সব ধরনের লোক ই দেখলাম। টুপি সহ, টুপি ছাড়া, বোরকা-হিজাব সহ, বোরকা হিজাব ছাড়া, শাড়ি পরা, কামিজ পরা, পাঞ্জাবি পরা, জিন্স-শার্ট কিংবা লুঙ্গি পরা।
খালি গায়ে কোন গরিব, ভিক্ষুক কে দেখতে পাই নি যদি ও, my bad.
এদের প্রত্যেকের সাথে আলাদা করে আলাপ কইরেন,দেখবেন -
এরা সবাই দেশে আইনের প্রতিষ্ঠা চায়, ন্যায়বিচার চায়, দেশে নিজ ধর্মের প্রতিষ্ঠা চায়, দুর্নীতিবাজের বিচার চায়, দেশ থেকে ঘুষ দুর্নীতি দূর করতে চায়, সত্যের জয় দেখতে চায়, স্বৈরাচারের নিপাত চায়, ইউসুপ সরকারের বিচার চায়, পাড়ার মোড় থেকে সিগারেটের দোকান সরাইতে চায়, হাফ প্যান্ট পরা ছেলেদের কে ফুল প্যান্ট পরাইতে চায়, ব্যাচেলর এর আলাদা ফ্ল্যাটে সিসিটিভি চায়, মহিলা মানুষের মাথায় হিজাব দেখতে চায়, সিনেমা থেকে অশ্লীলতা সরাইতে চায়, গ্রাম-বাংলা থেকে যাত্রাপালা সরাইতে চায়, সর্বোপরি একটা বিশাল বড় 'সোনার বাংলাদেশ' দেখতে চায়।
এরা নিজেরা শুধু একটু দুই-তিনশ টাকার ফলের লোভ সামলাইতে পারে না, এই যা। বাকি সব ঠিক ঠাক।