তাহসান - মিথিলা বা তাহসান - রোযা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট সে সব পুরুষ যারা প্রথম লাইফ পার্টনারকে ঘরের পাপোশ মনে করে। এরপর কোন এক সময় সেই লাইফ পার্টনার তথা কথিত স্বামীকে ছেড়ে দিলে সেই স্বামী ই প্রথম স্ত্রীর প্রতি তার যা দায়িত্ব , ভালোবাসা দেখানো দরকার ছিলো তা অন্য আরেকজনকে খুব ডেডিকেশনের সাথে পরিবেশন করে। আর এমন অনেক পরিচিত কাহিনী আসে পাশে অনেক আছে, মুভিতেও আছে। প্রাক্তন মুভিটাই একটা উদাহরণ।