বর্তমানে প্রতি ৫ জন মেয়ের মধ্যে ২ জন মেয়ে Anuptaphobia এর স্বীকার হয়ে থাকে। অর্থাৎ এই জিনিসের ভয় "যে তার হয়তো কোনো দিন বিয়ে হবে না, আর হলেও হয়তো তার ভুল মানুষের সাথে বিয়ে হবে"
আর তাদের ভিতর এমন Phobia থাকার কারণ হলো তারা এমন কোন কাপলকে দেখেছে যারা কিনা সবসময় ঝ'গ"ড়া করে কিংবা তাদের মাঝে বিভেদ লেগে
থাকে! সোশাল মিডিয়ায় প্রকাশিত অহরহ বিচ্ছেদের ঘটনাও তাদের ভিতর এমন ভয় সৃষ্টি করেছে!