আমার ছোট ছেলে আল বাজিব সালেহ গত রবিবার ঢাকা কমলাপুর রেলস্টেশনে এই ছবিটি তোলার জন্য পোজ দেয় ছবিটি আমিই তুলি কেমন হয়েছে জানালে খুশি হবো |
টাকায় গিয়ে দিলাম আমার বড় ভাইয়ের বাসায় ধানমন্ডি জিগাতলা সেখানে কয়েক দিন সে খুব মজা করেছে | সন্ধ্যায় ধানমন্ডি লেকে ঘোরা ছবি তোলা এবং রং বেরঙের বাতি দেখা ফুসকা খাওয়া ইত্যাদী করে কাটিয়েছে. সাথে ছিল চাচাতো ভাইবোন সায়েম আদ ও সাবা ! সায়েম বড় সেখানে উনিভারসিটিতে পড়ে ঢাকার পথ ঘাট তার চেনা এক সপ্তাহে কত কিছু যে তারা দেখেছে নতুন অভিজ্ঞতা অর্জন করেছে তা বলে শেষ করা যাবেনা ! ফুচকা তার পরিচিত কিন্তু পিলখানা সিমান্ত মার্কটে গিয়ে নতুন এক খাবার সুইট কর্ন ভুট্টা সেদ্ধ করে তাতে বিভিন্ন মসলা দিয়ে তৈরী এক ধরনের খাবার খেতে বেশ মজাদার ওয়ান টাইম গ্রাসে একটা চামুচ সহয পাওয়া যায় এক গ্রাস ১২০ টাকা | আর এক দিন গেল আমরিক যাদুঘর রাজধানীর বিজয় স্বরনীর এলাকায় যাদুঘরে প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা! প্রবেশ করেই সামনে মনোমুগ্ধকর চল বল পানি যেন জোয়ারের পানি সেখানে কিছু ছবি তুলল | তারপর ভেতরে কত মজা যে হলো বলে শেষ হবেনা | ভিতরে ছবি তোলা যাবে কিন্তু ভিডিও করতে নিশেধ করছে বর্ত্তকরত লোকজন | সয়ংক্রিয় সিড়ি বেয়ে নেমে আসে উপরে ওঠা মজা করে সব তলা দেখল অনেক ছবি তুলুন | তারপর আবার বাসায় ফিরতে বিকেল সাড়ে তিন টা বেজে গেল
