ভালোবাসা এখন যেন একটা খেলা, কে আগে চ্যাট ছেড়ে যাবে, কে দেরিতে রিপ্লাই দেবে, কে কাকে বেশি অবহেলা করতে পারে, এই নিয়ে যেন প্রতিযোগিতা, অথচ আগে একসাথে থাকার প্রতিজ্ঞা ছিল, একটাও দিন ছিল না কথা না বলে, আর এখন শত রকম কারণ দেখিয়ে দূরে থাকা হয়, আগে ছিল মন বুঝে নেওয়ার সম্পর্ক, এখন মনে কষ্ট দিয়ে চলার নামেই সম্পর্ক, ভালোবাসা আসলে বদলে গেছে সময়ের সাথে।