ভালোবাসার সংজ্ঞা এখন বদলে গেছে আগে ছিল একটা মানুষ আর ছিল অগাধ বিশ্বাস একটুও সন্দেহ ছিল না ছিল শুধু কাছে থাকার চাওয়া ছিল মন থেকে বোঝার ইচ্ছে আর এখন শুধু প্রশ্ন আর অবিশ্বাসে ভরা সম্পর্ক সবাই নিজের মতো করে ভালোবাসে কেউ আর অপরের অনুভূতির মর্ম বোঝে না ভালোবাসা এখন এক ধরনের চুক্তি হয়ে গেছে যার মেয়াদ থাকে যতদিন ভালো লাগে ততদিন সম্পর্ক এখন টিকিয়ে রাখতে নয় হারিয়ে ফেললে কষ্ট কম হয় এই ভেবে আগেই ছেড়ে চলে যায় মানুষ।