কষ্ট গুলো এমনভাবে জমে আছে যে এখন চাইলেও সেগুলো কাউকে বলা যায় না নিজের ভিতরে এত কিছু পুষে রাখতে রাখতে যেন একটা ভারী পাথরের মতো মন হয়ে গেছে কিছু বললেই কান্না আসে তাই আর কিছু বলি না চুপ থেকে ভাবি এই জীবনটাই হয়তো আমার জন্য ছিল মানুষ কাছে আসবে আবার দূরে যাবে আমি যতই ভালো থাকি না কেন ভেতরের শুন্যতা কোথাও না কোথাও ধরা পড়ে যাবে কারো ভালোবাসার ভানও আর বিশ্বাস করতে ইচ্ছে করে না কারণ বিশ্বাস করলেই কষ্ট বেশি হয়।