@sanvi:আমি জানি না, ঠিক কতটা বদলেছি।কিন্তু একটা বিষয় বুঝতে পারি-আগের মতো আর ভেঙে পড়ি না, সহজে কাউকে দোষ দিতেও ইচ্ছে করে না।অন্ধকারকে ভয় পাওয়ার বদলে,আমি এখন ওর মাধ্যেই সান্ত্বনা খুঁজি। নিরবতাকে আগলে ধরি, মানুষের কোলাহল থেকে পালিয়ে যাই।হারানোর ভয় নেই, কারো দৃরে সরে যাওয়া আর কষ্ট দেয় না। একা থাকাই যেন স্বস্তি হয়ে উঠেছে, আর চাঁদ- সে আমার সবচেয়ে কাছের বন্ধু। আজকাল শব্দের বদলে নিরবতা আমার ভাষা✨