হয়তো এরপর আর কথা হবে না! হয়তো আর কাছে পাবোনা! হয়তো এই শেষ! হয়তো আর দেখা হবে না সেই চিরচেনা রাস্তার বাঁকে!
ব্যর্থতার তাড়নায় ও সফলতার আকাঙ্খায় অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার কাছ থেকে বিদায়!
ভালোবাসা এক গহীন কারাগার! মুক্তি পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়! তার জায়গায় টা কখনো কাউকে দিতে পারবো না! কত টা ভালোবাসি তা আমি নিজেও জানি না, তবে এইটুকু জানি তার সাথে থাকার অনেক ইচ্ছে আমার! তাকে ভুলব না কখনো! যদি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি অবশ্যই ফিরে আসবো তার কাছে! যখন শূন্যতার এই জগতে পূর্ণতা মানেই বিলাসিতা! তাই ক্ষণিকের জন্য হলেও!
"হেঁসেই না হয় মুক্তি দিলাম তাকে রবের কাছে কেঁদে চেয়েছিলাম যাকে!
তারপর মুখের হাঁসি আর রাতের ঘুম সবই হাঁরিয়ে ফেলেছি যাকে দেখে ও যার কথা শুনে আমার মনে প্রথম ভালোবাসার অনুভূতি জেগে ছিল! যার কথা শুনে শান্তি লাগতো সেই মানুষটাকেই আর দেখা হবে না! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই আর সেখানে থাকবে না! সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে সে আবারও থাকবে! কিন্তু আমার হয়তো আর থাকা হবে না! দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে! কিন্তু সেটা তাকে জানানো যাবে না! সবকিছু থেকেও খালি খালি লাগবে!
জেগে ছিল! যার কথা শুনে শান্তি লাগতো সেই মানুষটাকেই আর দেখা হবে না! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখটাই আর সেখানে থাকবে না! সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে সে আবারও থাকবে! কিন্তু আমার হয়তো আর থাকা হবে না! দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে! কিন্তু সেটা তাকে জানানো যাবে না! সবকিছু থেকেও খালি খালি লাগবে!
কারণ হয়তোআর দেখা হবে না! হয়তো আর কথা হবে না!
আর ফেরা হবেনা এই চিরচেনা পথে..!!😅❤️🩹
Ruman Ruman
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?