আমি চেষ্টা করেছি মানুষের মধ্যে মিশে থাকতে, তারপরও হয়তো এমন অনেকেই আছেন, যাঁদের কাছে আমি এখনো যেতে পারিনি বা যাঁরা আমার কাছে আসতে পারেননি। আরও নিশ্চয়ই অনেক কিছুই করতে পারিনি। কী পারিনি বা কী পেরেছি, সেটা মানুষই ভালো বলতে পারবেন। আমার কাজের সবচেয়ে ভালো মূল্যায়ন তারাই করতে পারবেন। নড়াইলবাসীর প্রতি আমার কোন অভিযোগ নাই। -মাশরাফী
