যখন তুমি দ্বীনের পথে ফিরে আসবে
জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে!
কিছু বন্ধু-বান্ধব, রঙ তামাশা, বিলাসিতা ইত্যাদি!
আর বিশ্বাস করাে ঐসব কিছুই তােমার জন্য অকল্যাণকর ছিল যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তােমাকে রক্ষা করেছেন।
তুমি কি কৃতজ্ঞ হবে না ?
এত এত মানুষ থাকতে আল্লাহ তোমার মতো একজন বান্দাকে হেদায়েত দেওয়ার জন্য বেছে নিয়েছেন,
এর জন্য কি রবের কাছে শুকরিয়া আদায় করবে না?
আলহামদুলিল্লাহ 🤎🥀❤
©️