#পর্ব ১৭: ফিরে দেখা
তৃষা আবার সেই পুরনো লাল দরজার গলিতে দাঁড়িয়ে। দরজা আগের মতোই।
চাবি ব্যবহার করতেই দরজা খুলে যায়।
ভেতরে সেই ধুলো মাখা ঘর, সময়লিপি বই, আর… রুদ্র।
সে চমকে ওঠে।
রুদ্র হেসে বলল, “তুমি ফিরে এসেছো… আমি জানতাম।”
তৃষা বলল, “এইবার পালাব না। আমি প্রস্তুত।”
রুদ্র বলল, “তাহলে এসো, শেষ অধ্যায় শুরু হোক।”