#নদীর গল্প
নদী চলে আপন মনে,
বয়ে চলে গোপন বেদনা।
পারে বসে জলের সাথে
কেউ বা বলে কত কথা।
চাঁদের আলোয় ঝিকিমিকি
আলোর খেলা বয়ে যায়,
জীবন যেমন নদীর মতো
ঘুরে ফিরে পথ খুঁজে পায়।
#নদীর গল্প
নদী চলে আপন মনে,
বয়ে চলে গোপন বেদনা।
পারে বসে জলের সাথে
কেউ বা বলে কত কথা।
চাঁদের আলোয় ঝিকিমিকি
আলোর খেলা বয়ে যায়,
জীবন যেমন নদীর মতো
ঘুরে ফিরে পথ খুঁজে পায়।