#পাখি
গাছে বসে ডাকে পাখি,
ভোরের আলোয় গান।
তার সুরে মিশে থাকে
ভালোবাসার টান।
পাখি উড়ে যায় আকাশে,
নিয়ে যায় সব চিন্তা,
তার পাখায় বেঁধে দিই
স্বপ্ন আমার শান্তিপ্রাপ্ত।
#পাখি
গাছে বসে ডাকে পাখি,
ভোরের আলোয় গান।
তার সুরে মিশে থাকে
ভালোবাসার টান।
পাখি উড়ে যায় আকাশে,
নিয়ে যায় সব চিন্তা,
তার পাখায় বেঁধে দিই
স্বপ্ন আমার শান্তিপ্রাপ্ত।