মানুষ তখনই বদলায় যখন তার ভেতরের যন্ত্রণা শব্দ হয়ে আর বের হতে পারে না যখন সে হাসিমুখে সব কিছু সহ্য করতে শিখে ফেলে তখন মানুষটা আর আগের মতো থাকে না আমার ভেতরে যত অভিমান জমে আছে তা দিয়ে পাহাড় বানানো যায় অথচ কেউ বুঝলো না আমি কতোটা ভাঙা আমি তো কারো খারাপ চাইনি শুধু চেয়েছিলাম কেউ হোক যে একটুখন্টা আমার হয়ে দাঁড়াবে যেদিন থেকে বুঝে গেছি কেউই কারো না সেদিন থেকে কাউকে বোঝানোর চেষ্টা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচতে শিখে গেছি