আমার অনুভূতি গুলো হয়তো কারো জন্য গুরুত্বহীন কিন্তু আমার কাছে এগুলোই আমার আসল পরিচয় আমি যদি কারো জীবনে জায়গা না পাই তাহলে আমার আবেগ দিয়ে তার দরজা ভাঙার ইচ্ছেও থাকে না কিছু মানুষ আসে আমাদের জীবন নষ্ট করে দেয় অথচ তারা নিজেকে মনে করে সঠিক কিন্তু বাস্তবতা হলো তারা শুধু ভালোবাসা অভিনয় জানে ভালোবাসা বোঝে না আমি আজও চাই কেউ আসুক যে আমার ভাঙা হৃদয়ে শান্তির ঘর বানাবে।