আমি এখন আর কারো কথায় কষ্ট পাই না কারণ আমি এখন অভ্যস্ত হয়ে গেছি কষ্ট পেতে একসময় অনেক সহজ ছিলাম সহজে বিশ্বাস করতাম সহজে ভালোবেসে ফেলতাম কিন্তু আজ আমি নিজের ভেতর একটা দেয়াল তুলে দিয়েছি কেউ যেন আর সহজে ঢুকতে না পারে আমি আজও চাই কেউ থাকুক যে আমার ভিতরের নীরবতা বুঝবে যে বলবে কিছু হোক না হোক আমি আছি তোর জন্য তুই শুধু হাল ছেড়ো না।