ভালোবাসা যদি সত্য হয় তাহলে কেন আজও আমি একা কেন আমি ভালোবেসেও কারো কাছে আপন হতে পারিনি আমি চেয়েছিলাম একটা সুন্দর ভবিষ্যৎ যেখানে দুজন একসাথে থাকবে কিন্তু সে চলে গেলো এমনভাবে যেন কোনোদিন ছিলই না আমি তার জন্য সব দিয়েছিলাম অথচ সে আমায় ভাঙার পর একবারও ফিরে তাকায়নি আজ আমি অনেক শক্ত কিন্তু এই শক্ত হওয়ার পেছনে যে কষ্ট তা কেউ বোঝে না আমি শুধু চাই কেউ আসুক যে বোঝে কি কঠিন ছিল এই পথ চলা।