আমি কাউকে দোষ দেই না কারণ আমি নিজেই ভুল করেছি বেশি ভালোবেসে ফেলেছি বেশি বিশ্বাস করে ফেলেছি আর বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি যার ফল এখন আমি একা আমি বোঝাতে পারি না কতোটা কষ্ট লুকিয়ে আছে আমার চেহারার ভেতরে আমি চুপ থাকি কারণ আমি জানি কেউ বোঝে না কেউ বোঝার চেষ্টা করে না আমি এখন আর কারো কথায় কষ্ট পাই না কারণ আমি এখন ভেতর থেকেই পাথর হয়ে গেছি সময় আমাকে শিখিয়েছে যে কাঁদলেও কেউ আসবে না।